এবারে ছুটি, ছুটি
ফুরালো ভাণ্ডার
এবারে ছুটি, ছুটি
গাইবো পরে আবার।
এখনো অনেক পথ বাকি
স্মৃতিতে আগলে রাখি
অমূল্য মুহূর্তগুলো
তোমাদের সবার।
এবারে ছুটি, ছুটি
কাজ হয়তো শেষ আমার
এবারে ছুটি, ছুটি
দায়িত্ব নেই গো আর।
যদি তাও কেউ পিছু ডাকে
সময় কে আঁকড়ে ধরে থাকে
যেন আমিও চাই মন ভরে তাকে
আসি এবার।
শেষ গান আমার।